Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

জারজের প্রশ্ন




জারজের প্রশ্ন

বা ণী  পা ল

 

শুনছো... সমাজ, আজ কিছু প্রশ্নের ঢিল ছুঁড়ে দেবো,

তোমাদের সভ্যতার ভীড়ে।

তোমাদের ভাষায় আমি বেনামী এক জারজ সন্তান।

আমার বর্ণপরিচয়ের মলাটে, নামের পাশে পদবী নেই।

তোমাদের ইংরেজি সন্তানেরা এই রাস্তা দিয়েই যায়,

কই ওদের তো কেউ জারজ বলেনা।

কারন ওরা তোমাদের ভালোবাসার চিরকুট বলে?

আর আমি শুধুই কি আতরের নেশা?

 

আমাকে জারজ পরিচয় দিয়েছে কে?

শোনো... স্যুট, টাই পরা রুমালে মুখ ঢাকা বাবুরা,

তোমাদের উষ্ণ শরীরের খিদেয়,

পেট ভরা খাবারের সাক্ষী আমি।

 

তবে তুমি কেন নও জারজ পিতা?

তোমাদের উষ্ণ ছোঁয়ায়, মখমলে বিছানায় নীলাভ স্বপ্নে 

বিভোর আমার মা, আজ জারজের মা নামে পরিচিত।

সেই স্বপ্নেরা আজ লুটোপুটি খায় স্যাঁতসেঁতে মেঝেতে।

ওরাও উত্তর খোঁজে আমার সাথে...

মনুষ্যরূপি শয়তানেরা কেন জারজ নয়?

মধুলোভী পুরুষের বিছানা কেন জারজ নয়?

 ---


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ