Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

পুরাতন ভেলা- সুনীধি দাস

পুরাতন ভেলা
সুনীধি দাস

কীছু জমানো পয়সা ছিলো 
তোমার জন্য,
কীছু জমানো কষ্ট ছিলো 
তোমার জন্য।
কীন্তুু তুমিই চলে গেলে 
এবার আমার কী হবে? 
কীচ্ছু না শুধু কীছুটা কষ্ট হবে,
জমানো পয়সা গুলো তে মরচে ধরবে।
আবারও আমার একা থাকার প্রবণতা জাগবে,
মানুষ তো অত সহজে মরবো না।
হ্যাঁ আবারও নতুন করে স্বপ্ন দেখব,
আর বাকি থাকা স্বপ্ন গুলো কী হবে!
কিছুই না ওগুলো ওখানেই থমকে যাবে ব্যাস! 
 —

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ