তিলোত্তমা
সুজয় সরকার
জ্বলছে বাংলা ,পুড়ছে বাঙালি মন
বাংলা জুড়ে একটাই শ্লোগান,বিচার চাই...
বাড়ছে আন্দোলনের গতি-প্রতিবাদ,
রাস্তায় ডাক্তার থেকে সাধারণ নাগরিক ,বিচার চাই!
আসল ধর্ষক,খুনিদের শাস্তি চাই
ধীরে ধীরে বেরোচ্ছে রাঘববোয়ালদের খোঁজ,
তবুও থামাতে পারবে না প্রতিবাদ...
জল কামান,প্রাকৃতিক দুর্যোগ ।
প্রশাসন খুঁজুক আসল খুনি-ধর্ষক
তিলোত্তমা বিচার পাক।
0 মন্তব্যসমূহ