বা ণী পা ল
টুকরো স্বপ্নে সাজানো দরিদ্র
পরিবারের সন্তান আমি,
মা বাবার আদর যত্নে পালিত
একমাত্র ফুল।
কন্যা সন্তান সত্ত্বেও আমায়
স্বাবলম্বী করার প্রচেষ্টা…
আমার ইচ্ছেগুলো পূরণ হতো, বাবার অক্লান্ত পরিশ্রম
আর মায়ের বিলাসিতার কৃপণতায়।
মা বলতেন আজকের জীর্ণ দরিদ্রতায়
স্বাচ্ছন্দের
আলো জ্বলবে তোর হাত ধরে।
তোর সফলতায় তোর বাবার
শ্বাসকষ্টটাও দূর হবে।
স্কুল জীবন পার করে কলেজের শেষ
পরীক্ষা।
মা বললেন এটাই শেষ, এবার ভগবান মুখ তুলে চাইবেন
কিন্তু নাহ্, তা আর হলো না!
উচ্চাকাঙ্ক্ষায় আমি, অজানা মোহের রঙিন স্বপ্নে নেশাগ্রস্থ।
শেষ পরীক্ষাটা আর দেওয়া হলো না,
প্রিন্সিপালের চিঠি বাবার কাছে, বিদায় কলেজ।
ভেঙে গেলো মা বাবার অধরা স্বপ্ন।
প্রতিবেশীর গঞ্জনা আর আমার
কলঙ্কের লজ্জা লুকাতে
মা বেছে নিলো একগজ দড়ি, বাবা বুকের যন্ত্রনায় পঙ্গু
তাদের বেইমান সন্তান স্নেহের
প্রতিদানে দিয়েছে কলঙ্ক।
বিশ্বাসঘাতকতা করেছি ওদের ইচ্ছে
আর পরিশ্রমের সাথে
বাবার মৃত্যু সমতুল্য জীবন আরো
বেশি যন্ত্রনাদায়ক।
অনুশোচনা সত্ত্বেও ফিরাতে পারবো না মাকে,
সুস্থ হবে না বাবা, তবুও বেঁচে থাকবো আমি,
মা বাবার বিশ্বাসঘাতক সন্তান নাম
নিয়ে।
---
0 মন্তব্যসমূহ