Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আমি কাকাতুয়া বলছি

 


আমি কাকাতুয়া  বলছি 

 বা ণী  পা ল

চিনতে পারছো... নীলকান্ত পাখী?

আমি 'কাকাতুয়া'বলছি...

তোমার স্বপ্ন হয়ে ফিরেছি ঘুমের সাম্রাজ্য থেকে।

ঘুমপরীর চোখের ইশারায়, জাগাতে এলাম তোমায়।

ঝেড়ে ফেলো, ক্লান্ত শীতঘুমের আলমোড়া।

চেয়ে দেখো... কালো মেঘ সরে গেছে বিদ্যুতের আড়ালে।

নির্মল আকাশ তোমায় ডাকছে হাতছানি দিয়ে।

মেলে দাও তোমার  সংকোচিত ডানা,

আকাশের পিঞ্জরে সাতরঙা রামধনু খেলেছে আজ।

প্রতিটি নীল বিন্দু, মেখে নাও তোমার ফ্যাকাশে ডানায়। 

লোহার শৃঙ্খল থেকে মুক্ত করো নিজেকে।

দেখবে এক আকাশ স্বপ্ন সত্যি হয়ে ধরা দেবে 

তোমার শরীরের প্রতিটি পালকে।

রঙিন স্বপ্নের আঙিনায়, রঙে রঙে ভরে ওঠো তুমি।

আর আমি...

আমি - কোনো এক রাজমহলের বন্দী খাঁচায় 

থাকবো... তোমার অপেক্ষায়।

যদি কোনো ঝঞ্ঝার রাতে বাসা খুঁজে ফিরো,

চলে এসো আমার অসহায় ঠিকানায়।

সেদিন আমিও রাঙা হবো, তোমার নীলাভ আবরণে।

--- 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ