তাসের ঘর
বা ণী পা ল
ছোট ছোট টুকরো কিছু স্বপ্ন দিয়ে মেয়েটি
সাজিয়েছিলো তাসের ঘর।
প্রত্যাশিত হৃদয় শ্লোগান করছিল বাঁচতে চাই।
বন্ধ গলির অন্ধকার থেকে মুক্তি পেতে চাই এবার।
যেখানে টাকার বিনিময়ে ইচ্ছে বিক্রিত হয় না,
যেখানে চোখের পাতায় স্বপ্নেরা নিজেই ধরা দেয়,
যেখানে উগ্র আতরের ঝাঁজ নেই।
যেখানে বাতাসে মিশে থাকবে ভিজে মাটির সোঁদা গন্ধ,
আর একমুঠো স্বাধীনতা।
সেখানেই ফিরে যেতে চাই এবার।
বহির্জগতে ডানা মেললে নতুন করে প্রাণ সঞ্চার হবে।
অস্তগামী সূর্য পলাশের মত রক্তাভ লাল হয়ে উঠেছে,
দিবানিদ্রার স্বপ্ন দিকভ্রান্ত হয়ে উপন্যাসের সৃষ্টি করছে,
ঠিক তখনই অন্ধকার গলিতে আলোর রোশনাই।
চারিদিকে চিৎকার... হইচই...
আতরে মাখানো রাত জাগা রজনীগন্ধা বাবুদের মুঠোয়।
চলে নগ্নতার দর কষাকষি,
ভেঙে যায় মেয়েটির স্বপ্নে সাজানো তাসের ঘর।
সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মেয়েটিও মূল্যহীন হয়ে
নিজেকে
ভাসিয়ে দেয় মাতাল হাওয়ার বেরঙিন স্রোতে।
---
0 মন্তব্যসমূহ