Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

কুলী

 

কুলী  

কলমে- বাণী পাল 


এখনো ওদের রাত কাটে নির্জন স্টেশন চত্বরে

রক্ত পিয়াসী মশারা হুলের দংশনে গায় ঘুমপাড়ানি গান।

শেষ ট্রেনের শব্দ চোখে রেখে যায় ভাত ঘুমের ছোঁয়া

সকালে আবার একঘেয়ে আওয়াজে উল্লাসের মেলা।

যাত্রীদের কোলাহলে মনে জাগায় আশ্বাসের উচ্ছ্বাস

এইবুঝি বাবুদের ডাক এলো কানে, কুলী... কুলী...

 

সমগ্র সমাজের বোঝা কাঁধে যাত্রী পারাপারে সহায়ক,

দুর্বল শরীরের সভ্য সমাজে ওদের পরিচয়, ওরা কুলী

পর্যাপ্ত বোঝা মাথায়, চলে পরিশ্রমের দর কষাকষি...

একের পর এক ট্রেনের গর্জনে ওদের জীবন সংগ্রাম

মধ্যরাতের ক্লান্ত ক্ষুধার্ত শরীর,

পেট ভরে শুকনো রুটি আর অফুরন্ত জলে

খোলা আকাশের নীচে ঝরা পাতার বিছানায়

 টুকরো শান্তির ছোঁয়া।

 

মাথার গামছাটা উড়িয়ে দেয় শরীরের অর্ধেক অংশে

শেষ ট্রেনের সিটি আবারও চোখে দিয়ে যায় ভাতঘুম।

 ---

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ