বিভ্রান্ত শব্দের অর্থ!
আসুন দেখি সক্রেটিসের দৃষ্টিতে "সত্য" কি?
প্রাচীন গ্রিসের এথেন্স শহর।
সক্রেটিস তার ছাত্রদের নিয়ে বসে কথা বলছেন এক বাগানে।
এক ছাত্র জিজ্ঞাসা করলেন,
সত্য কিভাবে বুঝবো?
সক্রেটিস কোন উত্তর না দিয়ে বললেন, বসো সবাই, একটু আসছি।
একটু পর এলেন।
হাতে একটি আপেল, ছাত্রদের দেখালেন, জিজ্ঞাস করলেন।
-এটা কি ?
সবাই বললেন আপেল।
ফলটি হাতে সক্রেটিস ছাত্রদের চারপাশে একটু ঘুরে জিজ্ঞাসা
করলেন,
- তোমরা কি কোন কিছুর গন্ধ পেলে?
কেউ কোনো উত্তর দিচ্ছে না। সবাই চুপ। দেখতে আপেল মনে হলেও
গন্ধ তো তারা পায় নি। একজন শুধু উঠে দাঁড়িয়ে বললেন,
আপেলের গন্ধ পেয়েছি!
বলেই ছাত্রটি দাঁড়িয়ে সবার দিকে সমর্থনের আশায় তাকাল, কিন্তু
কেউ তার সমর্থনে সাড়া দিল না। সবাই নিশ্চুপ।
সক্রেটিস আবার আপেলটি নিয়ে ছাত্রদের চারপাশে ঘুরে ঘুরে
নাড়িয়ে নাড়িয়ে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করলেন,
- এবার তোমরা কি কোন কিছুর গন্ধ পেলে?
বেশির ভাগ ছাত্র হাত তুলে বললেন,
-হুম, আমরা আপেলের গন্ধ পেয়েছি এবার!
একটু চুপ থেকে এবার সক্রেটিস আপেল হাতে সবার নাকের কাছে
তুলে ধরলেন। ঘুরে ঘুরে শুঁকিয়ে শুঁকিয়ে জানতে চাইলেন,
- এবার কেমন গন্ধ পেলে?
সব ছাত্রই হাত তুলে বললেন,
- আপেলের মিষ্টি গন্ধ।
সবাই হাত তুলে বলছে, কিন্তু একজন ছাত্র হাত তুলে নি!
বাকিরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সক্রেটিসও ছাত্রের
দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। লজ্জা পেয়ে সেও আর থাকতে পারল না, হাত তুলল। বাকিরা
সমস্বরে হেসে উঠল। হাসি শেষ হলে সক্রেটিস ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন,
- তুমিও কি আপেলের গন্ধ পেয়েছিলে?
ছাত্রটি মাথা নেড়ে বললেন,
হাঁ।
সক্রেটিস একটু থামলেন । ফলটি নেড়েচেড়ে বললেন,
আপেলটি ছিল আসলে একটি নকল আপেল, যার কোন গন্ধ নেই!
কেউ শুরুতে আপেলের গন্ধ পায় নি। একজন পেয়েছে বলাতে বিভ্রান্ত
হয়ে পরের বারে বেশিরভাগই বললো আপেলের গন্ধ। কিন্তু ঠিকই একজন তখনও নিশ্চিত ছিল কোনো
আপেলের গন্ধ সে পায় নি। কিন্তু সেও শেষে সামষ্টিকের নিশ্চিতের কাছে পরাস্ত হয়ে গেলো।
সবশেষে দেখা গেলো আপেলটি নকল ছিল।
সত্য বিচারে মানুষ তার নিজের বিচারকে খুব কম অনুসরণ করে।
সমষ্টির সমর্থনের আশায় সামষ্টিকের মিথ্যেকেই প্রতিদিন এমন করে বড় সত্য ভেবে অনুকরণ
করে।
এখন সমাজ, বিশ্ব এবং সামাজিক মিডিয়া তার বাস্তব উদাহরণ।
0 মন্তব্যসমূহ