Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

কালো পুঁথি_ কলমে দিলীপ দাস

কালো পুঁথি

দিলীপ দাস


তিতিক্ষার বাঁধ ভেঙেছে আজকে,

নয়নের জল ভেসেছে জীবনের, 

তাই তো বহু বেদনা, অতীতের কাহিনী গেছে, 

বর্তমানের কালকে পিছিয়ে দিয়েছে শিক্ষক, 

নেতা ভঙ্গুর, জীর্ণরোগে শিক্ষা আজ আক্রান্ত, 

ছদ্মবেশে নতুন মলাটে পুরানো এক উজ্জ্বলতা।

 দুঃখ, বেদনার জমজমাট মৃত্যু মিছিলের,

 কালো পুথি আজ লিখছে, টাকাতে ডাক্তারেরা।

পুঁজি, অর্থ, সন্ত্রাস, চরম পিপাসায়,

 লেলিহীত নেশায় মাত্রা বাড়ায় দূষণ।

 মৃত্যুর লাশ মাটি খেয়ে নেয়

 বহু যত্নের সাধের দেহখানি, 

ক্ষণিকের আবদার বিচক্ষণ আদেশের মতো।

 সীমা ছাড়া অনুশাসন সম্পর্কের বদলে

 বক্তব্যের খাতিরে নিঃশব্দে খয়ে খয়ে,

 ঠিক কর্তব্য লেখে-

কালো ভবিষ্যতের আলো পুঁথি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ