মৃত্যুর ঘুম
রতন সরকার
বির্দীন বুকে অকল্পনীয় স্বপ্ন একটা রাত তোমার সাথে চাঁদ দেখবো
তোমার চোখের গভীরতায় তখন না হয় নীল মদের গ্লাসে নিজেকে চুবিয়ে নেব
আমার শরীর জুড়ে পারদ জমা সংগ্রাম
তোমার সামান্য স্পর্শও আমার বুকের মোরাম ছিঁড়ে রাস্তা করে নেবে
তোমার চোখের বাঁকে কান্নার জল হয়ে আমি তোমার অপেক্ষায় অবিরত
নেশাচ্ছন্ন জীবনে আমি সংকল্প ছাড়িনি
একদিন,,হ্যাঁ ঠিক একদিন আমার মৃত্যুর ঘুম তোমার ঘুম কেড়ে নেবে
আমার তখন আড়মোড়া কোলবালিশে কান্নার জল
নিরবতার বিদায় নেবে
আমার হৃদয় খুঁদিত প্রেমের শিলালিপি
যার প্রতিটি পঙক্তিতে পঙক্তিতে শুধুই তুমি শুধুই তুমি
0 মন্তব্যসমূহ