Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

মৃত্যুর ঘুম_ কলমে রতন সরকার

মৃত্যুর ঘুম
রতন সরকার
বির্দীন বুকে অকল্পনীয় স্বপ্ন একটা রাত তোমার সাথে চাঁদ দেখবো 
তোমার চোখের গভীরতায় তখন না হয়  নীল মদের গ্লাসে নিজেকে চুবিয়ে   নেব
আমার শরীর জুড়ে পারদ জমা সংগ্রাম  
তোমার সামান্য  স্পর্শও আমার বুকের মোরাম ছিঁড়ে রাস্তা করে নেবে
  তোমার চোখের বাঁকে কান্নার জল হয়ে আমি তোমার অপেক্ষায়  অবিরত 
নেশাচ্ছন্ন জীবনে আমি সংকল্প ছাড়িনি
একদিন,,হ্যাঁ ঠিক একদিন আমার মৃত্যুর ঘুম তোমার ঘুম কেড়ে নেবে
আমার তখন আড়মোড়া কোলবালিশে কান্নার জল 
নিরবতার বিদায় নেবে
আমার হৃদয় খুঁদিত প্রেমের শিলালিপি
যার প্রতিটি পঙক্তিতে পঙক্তিতে শুধুই তুমি শুধুই তুমি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ