Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আমার কাগজের নৌকা_ কলমে সমর চক্রবর্তী

আমার কাগজের নৌকা

সমর চক্রবর্তী


আমি ভালোবাসি বৃষ্টি,

 বিজলি আকাশের গর্জন

 আর পাগল হাওয়া,

 এই তো প্রকৃতি আর জীবনের খেলা।


 হঠাৎ বিজলী

 ঘন বাদলের বুকে

 আচমকা-

 কিছু যেন লিখে, 

হায়! পড়তে পারি তো তাই,

 আমার বিফল বেদনাকে। 

পাগল হাওয়া,

 দূর-দূরান্তে উড়িয়ে দিল,

 আমি জানি না কোথায়।


 আকাশের গর্জন

 প্রতিধ্বনিত আমার বুকে,

 তাই ভাষাহীন হয়ে পড়লাম,

 বলার আর কিছুই নেই,

 শুধু কিছু উপলব্ধি করা,

 ফিরে দেখি

 আমার কাগজের নৌকার দিকে,

 সে তো ভেসে যাচ্ছে

 আনমনে 

কোনখানে-

 বৃষ্টির জলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ