পাখি
বিশ্বজিৎ তালুকদার
শখ করে যে আনছো পাখি
বাজার থেকে কিনে।
বন্দী খাঁচায় রাখছো তাকে
মারছো তিলে তিলে।
করছো কি যে বুঝছি না তো
কিসের এত শখ।
জোর করে ভাই কথা শেখাও
করাচ্ছো বকবক।
নীল আকাশে দাওনা ছেড়ে
মেলতে দিও ডানা।
মাকে যদি আটকে রাখো
কস্ট পাবে ছানা।
0 মন্তব্যসমূহ