Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ভারত মাতার জয়_ কলমে বিশ্বজিৎ তালুকদার

ভারত মাতার জয়
বিশ্বজিৎ তালুকদার
চারিদিকে ছুটছে গুলি
পড়ছে বোমা গুরুম গুম। 
দুচোখেতে স্বপ্ন অনেক
উড়ছে তাদের রাতের ঘুম। 
ভারত মায়ের সেবায় যারা
দিনরাত্রি করছে এক। 
রক্ত গঙ্গা বইছে কত
রাখবে দেশের সঠিক ম্যাপ। 
দখলদারি চলবে না তো
অধীনে তে থাকব না। 
ভারত মাতা থাকুক ভালো
আমরা তো হাল ছাড়বো না। 
(ভালো থাকুক ইন্ডিয়ান আর্মির সকল সৈনিকরা) জয় ভারত মাতার জয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ