ভারত মাতার জয়
বিশ্বজিৎ তালুকদারচারিদিকে ছুটছে গুলি
পড়ছে বোমা গুরুম গুম।
দুচোখেতে স্বপ্ন অনেক
উড়ছে তাদের রাতের ঘুম।
ভারত মায়ের সেবায় যারা
দিনরাত্রি করছে এক।
রক্ত গঙ্গা বইছে কত
রাখবে দেশের সঠিক ম্যাপ।
দখলদারি চলবে না তো
অধীনে তে থাকব না।
ভারত মাতা থাকুক ভালো
আমরা তো হাল ছাড়বো না।
(ভালো থাকুক ইন্ডিয়ান আর্মির সকল সৈনিকরা) জয় ভারত মাতার জয়।
0 মন্তব্যসমূহ