Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

অভিনয়_ রামনাথ পাল

অভিনয় 
রামনাথ পাল

পারছিনা, আর পারছিনা....
বাচার মতো বাচতে!!
মাথার ঘামে চোখ ভিজেছে
পারছিনা আর হাসতে,,,

বাজার দর তো তুঙ্গে এখন
...কি করে কি কিনি"""
এমন দিন দেখতে হবে
স্বপ্নেও ভাবিনি /

চাকরি নাই, বাকরি নাই....
পকেটে নাই কড়ি''
কি করে যে বেচে থাকব,,,
এটা ভেবেই মরি। 

চারিদিকে হাহাকার--
বেকারত্বের চিৎকার...
শুনতে পাই না,,,কেন?
আমাদের সরকার!

লুটছে আমাদের যখন তখন
ভিন্ন ভিন্ন ছলে....
ভোট দিয়েছিলাম কি এই জন্য,,
এই প্রতিদান পাবো বলে?.

...ক্ষোভ প্রকাশ করি,,আমরাও.. 
..তবে.সরাসরি নয়
...ওই,,,,,, স্যোশাল মিডিয়ায়....
লোক দেখানো অভিনয়  টুকু করি।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ