অনন্ত প্রবাসে
বিশ্বজিৎ সেনগুপ্তকতদিন চন্দন বনে একা!
তবু বিষাদ মাখানো বাতাসে
বারবার উঠে আসে
'হাসি' তোর নাম
যোজন দূরত্ব এঁকে
যারা ছেড়েছিল স্বস্তির নিঃশ্বাস
সে নিঃশ্বাস জুড়ে ছিল
ভ্রান্ত বিশ্বাস;
আমি তো জেনেছি এই-
তুই থাক না অন্য কোনও কোথা
তোর টোল পড়া গাল, হরিণীর মতো
টানাটানা চোখে ভালোবাসা
মিউজিয়াম হয়ে লুকানো প্রত্যয়ে আজও
নিশ্চিত জমা আছে-
একাকী ভ্রমণে সে তো টের পাই
সন্ধ্যা রাতে
হৃদয়ের ক্যানভাসে!
(২)
চন্দন বন ছেড়ে ডুমুরের বনে
গাঢ়তম নিঝুম নিস্তব্ধ রাতে
ঘনতর বিষাদ প্রবাহে
ক্ষতহীন মন আমার
তোর সুখ চেয়ে
নিভৃতে হাসে
তুই ভালো থাক 'হাসি' অনন্ত প্রবাসে
0 মন্তব্যসমূহ