আবার আসবো
শুভম রায়
আবার আমি জন্ম নেবো
তোমার প্রেমিক হতে,
আবার তোমায় খুঁজে নেবো
এই পৃথিবীতে।
আবার লিখবে তোমার কবিতা
আমার অশ্রু-রক্ত,
আবার নেবো বেদনার ভাগ
তোমায় করবো মুক্ত।
আবার হবো উন্মাদ আমি
তোমার কাছে ফিরে,
আবার তোমার সাথী হবো
ওই গঙ্গানদীর তীরে।
আবার আসবো তোমার মনে
স্বপ্নে দিন-রাত,
আবার তোমার ইচ্ছে হবো
ধরবো তোমার হাত।
আবার পায়ে নুপুর হয়ে
দেখবো তোমার হাসি,
আবার আমি বলবো কানে
তোমায় ভালোবাসি।
আবার মায়ায় জড়াবো তোমার
চোখের কাজলে,
আবারও বিদায় নেবো আমি
ছেড়ে যাবো চলে।
0 মন্তব্যসমূহ