Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

শিরোনাম প্রেমের তপ্ত স্পন্দন/ কলমেসুশান্ত কুমার দাস

প্রেমের তপ্ত স্পন্দন
সুশান্ত কুমার দাস

চোখ বুজলেই যেন ভাসে,
দুটি দেহের অলিখিত ভাষা,
নিস্তব্ধ রাতের বুকে,
স্পর্শে গড়া এক গভীর আশা।

ঘামে ভেজা শরীর জুড়ে,
ভালবাসার নিঃশব্দ ছোঁয়া,
সব হাহাকার ভুলে গিয়ে,
মনে ভাসে শান্তির ছায়া।

শরীরের ছোয়ায় নয় কেবল,
প্রেমের তপ্ত স্পন্দন,
মিলনের পরে নিরব ছায়ায়,
শুধু শান্তি — নিখাদ বন্ধন।

হৃদয় বেয়ে নামে নীড়ের মতো,
স্নিগ্ধ এক অব্যক্ত সুখ,
সব কথা থেমে থাকে দূরে,
শুধু নিঃশ্বাসে বাজে অনুখ।

সেই শান্তি — না চাইতেই মেলে,
ভালোবাসার মধুর পুরস্কার,
যেখানে মিশে যায় দুটি জীবন,
নিস্তব্ধ প্রেমের অমল আঁকার।
                            

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ